এতো স্মৃতি বলো কোথা রাখি ,
ভাঙ্গা বাড়িটার ধুলো জঞ্জাল
বুক ভরে যারা ছিল এতকাল ,
কোথা রাখি বলো এত প্রিয়নাম
যার পাশাপাশি একদা ছিলাম -
কোথা রাখি ,
এতো স্মৃতি বলো কোথা রাখি ..


কিছু ভালবাসা , কিছু অবহেলা
কোনটা প্রকৃত কোনোটা বা খেলা
বুনো ঝাওবিথী উদাসীন ডানা
মায়াবী রাখাল নদী চিরচেনা ,
কাকে বলি বলো এতো সব কথা ...
কোথা রাখি ,
এতো স্মৃতি বলো কোথা রাখি ..


স্মৃতিগুলো সব মনে পড়ে যায় ,
কথা সব যেন আবছায়ায় হয় ..
সময়ের সাথে যেন সবই হারায়
একা বসে শুধু জীবনের ছবি পাই ,
কাকে দেখাই এতো সব ব্যথা
কাউকে যে আজ খুঁজে না পাই ..
কোথা রাখি ,
এতো স্মৃতি বলো কোথা রাখি ..