শেষ বিকেলের আলোটা আজ বড় মলিন লাগে
কি যেন একটা বুঝাতে চায়
কিছু করেই যেন না বুঝাতে পারার ব্যর্থ ভাবনা নিয়ে
চলে যাচ্ছে.....
পরদিন এক নতুন ভোরের আশায়
এভাবেই প্রতিটা দিন চলে যায়
নতুন এক ভোর আসে....
শুরু হয় নতুন স্বপ্নের
মানুষ স্বপ্নবাজ জাতি
অনেক স্বপ্ন আর আশা নিয়ে
বাচতে পারে এ প্রকারের প্রাণীটি
আবার
স্বপ্ন যখন হারিয়ে যায়
আশা যখন ফিকে হয়ে যায়
তখনই আবার বুকে পাষান পাথর বাধতেও
কষ্ট হয় না......