অকাল বোধনে স্তব্ধ বালক
সম্বিৎ পেয়ে বিকালে,
মুগ্ধতা নিয়ে হাতড়ে বেড়ায়
হারিয়েছে কি সকালে..
মেখে মন-মত্ততা সারা গায়ে,
রেখে সম্মুখে কোনো অজুহাত;
শিহরণ এঁকে চোখে মুখে ত্বকে,
বুকে ঢাকে ঘৃণার অবসাদ ।
কি ছিল সে ? মায়া !
নাকি মায়াবীর ছায়া ?
খেলে ফেলে গেল মিলিয়ে ;
অকাল বোধনের প্রদাহী স্মৃতি
দেয় আত্ম-স্বত্বা ভুলিয়ে।