মন / সাবিত্রী দাস
মনের হাসি  মনে থাকে
কষ্ট পোষে দেহ গো—
প্রাণের ব্যথা কোথায় থাকে—
জানে না তা' কেহ গো!
যত গভীর দুঃখ কষ্ট
হাসিমুখে সই গো—
কবিতা যে লিখতে পারি
তেমন কবি নই গো।
সহজ সরল হয়ে আমি
মনের কথা কই গো।
কাব্য দেখে যেমন ভাবো
তেমন আমি নই গো!