উপহার / সাবিত্রী দাস
ভাবিয়া না পাই কী দিবো তোমারে-
করিব যতন কোন্ উপহারে!
যা কিছু আছে মম ভান্ডারে
সব দিতে পারি আনি'।
কিছু ঘুচাইব নেই ব্যাকুলতা,
কিছু মিটাইব হদয়ের ব্যথা,
স্নেহ সুধামাখা নয়নের জল
আকুল চিত্তখানি।।


এসেছিলে দ্বারে পূজা দেখিবারে-
ফিরে যাও কেন অবনত শিরে?
আপনার মনে বসিয়া একেলা
রয়েছি গৃহের দ্বারে।
কর্মবিহীন নীরব সাধনা,
দিবানিশি শুধু কেবল ভাবনা,
নীরবে গোপনে অন্তরে থাকো-
চিরদিনের তরে।।