আঁধার দেখে পাসনেরে ভয়
ভোরের রবি উঠবেই,
রাত পোহালে বনের পাখি
দশ দিগন্তে ছুটবেই।


কাল বোশেখীর ঝড় দেখে তুই
মরিস না রে আর ডরে
সকল বাঁধা খুলতে পারে
এ বোশেখী ঝড়ে ।


যেটুকু তোর পাওয়ার ছিল
সে টুকু তোর থাকবেই,
খোদার উপর রাখ ভরসা
সে প্রতিদান রাখবেই।


পাসনে যেটা তোর ছিল না
তায় কেঁদে আর লাভ কিসের
বাস্তবতা মানতেই হবে
হোকনা তেতো , হোক বিষের।


আঁধার কেটে আসবে আলো
দীপ্ত অরুন জ্বলবেই
এ সময়ের স্রোত গাঙে
জীবন তরী চলবেই ।


বন্দর, চট্টগ্রাম।
16 মার্চ 2018