মাথার উপর রূপালী চাঁদ
জোছনা ঝরে,
ক্লান্ত হয়ে কর্ম শেষে
ফিরছি ঘরে।


ঝোপের ভেতর থেকে থেকে
জোনাক জ্বলে
ঝিঁঝিঁ পোকা সমস্বরে
পদ্যবলে।


মিষ্টি হাওয়া দোল দিয়ে যায়
চাঁপার ডালে,
হাসনাহেনা গন্ধ ছড়ায়
হাওয়ার তালে।


আমায় দেখে রক্তজবা
নোয়ায় ডাল,
চলার পথে কৃষ্ণচুড়া
ছড়ায় লাল।


আমার হাতের পরশ পেয়ে
রক্তজবা
বলছে পথিক আজকে আমার
সাথি হবা?
হাসনা হেনা, জুঁই, চামেলী
জবার সাথে
বলছে ডেকে যাওনা থেকে
আজকে রাতে।


বনের ভেতর হরেক রকম
ছন্দ-তালে,
প্রকৃতির কাব্য-পদ্যের
জলসা চলে।


জোসনা দেখে হৃয় আরো
আবেগ বাড়াই,
ইচ্ছে করে উদাস হয়ে
পথটি হারাই।


ধাওয়া, ভান্ডারিয়া
১২ মে, ২০১৯