মরিলে আমি খুশি
আমি স্বাধীন !
মুক্তি জীবন থেকে
যেখানে চিন্তা খেলা করে।

যদি এখনি সম্ভব হয় -
তবে,নিয়ে যাও!
এ অসজ্য যন্ত্রণায়
মৃত্যুই আমৃত্যু ধরণ।

কেননা রয়েছে ফুলকির মত
বিষের উর্মি মালা।
যার চাইতে,-
মৃত্যুই আমৃত্যু স্বরণ।

উর্মি শিখায় পেয়েছি
অনেক কিছু!
যা ফুরায় না,তাইতো-
মৃত্যুই আমৃত্যু বরণ।