গর্তের পিপীলিকা হতে জন্মাইনি আমি,
জন্মেছি নভোমণ্ডল ছুয়ে দেখবো বলে।
দোলনায় বসে দোল খেতে জন্মাইনি আমি,
জন্মেছি সুর্যের প্রখরতা মেপে দেখবো বলে।


মাটির কলসি হয়ে থাকতে চাই না পড়ে,
  লক্ষ্যবিধি নেই যার এক বিন্দুও।
অজানা কে জানতে মেঘমালা পাড়ি দিয়ে,
ছুতে চাই দিগন্তহীন আকাশটিকেও।


ভেংগে যাক না  হাজারো স্বপ্ন,
আবার স্বপ্ন দেখতে দোষের কি?
মন্দ ভাগ্য বলে হাল ছেড়ে দিলে,
সফলতা কভু আমার আসবে কি?


আমি রফরফ হয়ে করবো সওয়ার,
  রহস্যময় কোন সাফল্যের খোঁজে।
আমি গুপ্তচরের  কোন ঝিনুক হয়ে,
দেখতে চাই গভীর তলদেশে কি আছে।


আমি স্থির নই নিজের পাওনা ঘুছিয়ে  নিয়ে,
অস্থিরতায় থাকি উদ্ভট অজ্ঞাত কিছু জানতে।
লংকার আঘাতে বারংবার যদিও যাই হারিয়ে,
তবু চাইনা এ জীবনের কাছে কভু হার মানতে।