তোমার স্মৃতিগুলো ব্যথা দেয়
আজো বুকের মধ্যখানে,
ভাবনার দেয়ালে যখন তোমায়
একটুখানি মনে পড়ে।
চুপিসারে কিছু মেঘ এসে জমা হয়
দু'চোখের কোনে,
লুকিয়ে জল মুছে পেলি
তবু থেকে যায় শূন্যতা মনে।


রাতের পরে  দিন আসে,
সপ্তাহ পেরিয়ে আসে মাস।
সময়ের স্রোতে প্রশ্ন জাগে মনে,
কেনো করলে সর্বনাশ।
ভুলে যেতে চেয়েছি বহুবার,
তবু হয়না ভুলে যাওয়া।
স্মৃতির খামে পড়ে আছে আজো,
তোমার অনেক চাওয়া।


গুনে ধরে গেছে তোমার জন্য সাজানো
পুরোনো সব মায়া,
মনে পড়ে তোমায় বারবার
বাধা দেয় কিছু অভিমানী ছায়া।
মাঝরাতে আজো ঘুম ভেঙে দেয়
তোমার স্মৃতি ভেজা গন্ধ,
তোমায় ভেবে আজো লুকিয়ে কাঁদি
সমাজ ভাবে  মন্দ।


যুগ যুগ ধরে ভালোবেসেও
অনেকেরতো হয়না স্বপ্ন পূরণ,
আমি না'হয় অশ্রু নিয়ে তাদের দলেই
রয়ে যাবো আজীবন।
এই ভঙ্গের পৃথিবীতে দাঁড়িয়ে,
ভেঙ্গে দিলে তুমি আমার মন,
তোমার স্মৃতিগুলো না'হয় আকড়ে ধরে,
বেঁচে রবো আজীবন।