৭১'এর দামান সেনারা
রক্ত মাংস নেই'কি গায়!
আর কতকাল জুলুম অন্যায়
সহ্য করবি নির্দিদায়?
রক্তে কি তোদের বরফ কণা
গর্তে পড়া হাতির ন্যায়?
আপোষ করে চলছিস কেনো
মেনে নিয়ে সব অন্যায়?


৩০ লক্ষ পরিবার কাঁদে আজো
রাত্রি গেলে নিশীথে,
রক্তে কেনা দেশটাকে আজ
তুলছে সবাই  নিলামে।
কইরে রফিক সালাম জব্বর
কোথায় তোরা দেখবি আয়?
তোদের রক্তে ভেজা স্বাধীনতা
শকুনরা আজ গিলে খায়।


কোথায় মোদের শেরেবাংলা
কোথায় মোদের হামিদ খান?
কোথায় আমাদের বীর বাহাদুর
লেফটেন্যান্ট মতিউর রহমান?
তোদের রক্তে কেনো কয়না কথা
তোরাতো সেই বীরের জাত?
উঁচু নিচু আর সাদা কালো
দুর্নীতি রুখতে আজ মিলাও হাত।


দেশের কল্যাণে রুখে দাঁড়াই,
নবীন'রা সব বেরিয়ে পড়্।
লুটতরাজ আর চাঁদাবাজি তোরা
শক্ত হাতে ঘায়েল কর্।
আর দেরি নয় এখনি সময়
কন্ঠে আনো প্রতিবাদী বজ্রপাত।
তোরা পথ হারালে পথ হারাবে
আগামী জাতীর ভবিষ্যৎ।