চৈত্রে চৌচির ধূ ধূ মরুভূমির মত এই খরা হৃদয়ে,
কেউ ডাকুক বসন্তের কোকিল হয়ে।
উত্তাপে পুড়ে যাওয়া অন্তরটারে কেউ জড়িয়ে রাখুক,
শীতল পাটির চাদরে।
কেউ আসুক অগোছালো জীবন টাকে একটুখানি,
রঙিন রঙে রাঙিয়ে দিতে।
কেউ আসুক সব ক্লান্তিতে নোনা জ্বল মুছে দিতে,
গড়িয়ে পড়ার আগে।
শূণ্য জীবনে কেউ ফিরুক হেমন্তের মৃদু ছন্দ হয়ে,
গা জুড়ানো দক্ষিণা বাতাসের বেসে।
ঘোর অমানিশায় কেউ পূর্নিমার জোছনা হয়ে ফিরুক,
রজনী ফুরাবার আগে।
হাজার বছরের ক্ষুধার্ত এই হৃদয়ে কেউ আসুক,
গোলাপের সুগন্ধি নিয়ে।
আর লেগে থাকুক, শ্রাবণের ঝিরিঝিরি বারিধারা হয়ে,
সব ইচ্ছেকে ছুটি জানিয়ে।
কারণে অকারণে কেউ এসে লুটোপুটি খেলুক,
এই ভাঙ্গা হৃদয় নিয়ে।
সব বিরহের ঘোর কাটিয়ে কেউ এসে পাশে থাকুক,
একটুখানি সান্ত্বনা দিয়ে।
হিমালয় পর্বত বেয়ে কেউ আসুক উড়ন্ত পাখির বেসে,
আমার এ হৃদয় সীমান্তে।
লক্ষ্য প্রানের ভিড় ছেদ করে কেউ স্বপ্ন দেখুক,
এ জীবনের নবীন হেমন্তে।