মনুষ্য ভাগ্য বদলে যেতে পারে পরিস্থিতি উঠলে কেটে,
সৌভাগ্য ও আসতে পারে উড়ন্ত রাজহংসির বেশে।
আজ যাকে হেনস্তা করেছ অধীনস্থ পেয়ে,
কাল হয়তো সে উড়াবে ঘোড়া দুর্বার বেশে।  
রাস্তায় দেখো টোকাইর বেশে পলিথিন হাতে যার,
হয়তো একদিন হতে পারে সে দেশের  কর্ণধার।
পরাজয়ের সব গ্লানি শেষে আসতে পারে বীরের বেশে,
হয়তো তাকে  স্যালুট দিতে তুমিও থাকবে সারি বেধে।
অপমান করে কাউকে কভু ভেবোনা তুমি জয়ী,
চুপি সারে মনুষ্যত্ব দেখিয়েছে সে তুমি মানুষ হওনি।
প্রতিবাদী ভাষা সবাই জানে কিসের এতো ভয়,
সুশিক্ষার পরিচয় দিতেই হয়তো আজ এতো সংশয়।