স্বাধীনতার পুর্বেও তো ছিলো মোদের
গৌরবের কত ইতিহাস,
৫০বছর পেরিয়ে গেলো জাতি কেনো
আজ এতোটা হতাস।


বহির্বিশ্ব চিনতো আমাদের
বঙ্গবন্ধুর দেশ,
সোনার বাংলা বুজি এখন
হরিলুটে শেষ।
যোগ্য নেতা কাকে বলে
দেখিয়ে গেলেন তিনি,
প্রতিবাদী,স্বদেশপ্রেমী,আত্মত্যাগী
আর ছিলেন সংগ্রামী।


পেয়েছিলাম একজন সোনার মানুষ
জিয়াউর রহমান,
বিশ্ব বুকে ধরে রেখেছিলেন যিনি
বাংলাদেশের মান।
অসময়ে হাল ধরেছিলেন তিনি
বাঁচাতে মাতৃভুমি,
দীপ্ত কণ্ঠে পাঠ করেছিলেন তাই
স্বাধীনতার বানী।
কেউ দিয়েছে স্বাধীনতা কেউ দিয়েছে দেশ,
সোনার বাংলা বুজি এখন হরিলুটে শেষ।  


কিসের নেশায় প্রান হারালেন
৩০ লক্ষ লোক,
বুকের রক্তে এনে দিলেন
স্বাধীন বাংলার মুখ।
প্রানের দামে চেয়েছিলো কি
তারা কভু এমন স্বাধীনতা,
দুর্নীতি আর ঘুসের থাবায় আজ
কলিজা মোদের ভাজা।
কেউ দিয়েছে স্বাধীনতা কেউ দিয়েছে দেশ,
সোনার বাংলা বুজি এখন হরিলুটে শেষ।  


জ্ঞানী রা সব চুপসে গেছে
জ্ঞানহীন দের কাছে,
মূর্খরা আজ দলে দলে সব
সমাজ পতি সাজে।
কোথায় হারালো মানবতা
আর কোথায় সমতা,
দশ জনে আজ গ্রাস করে
নব্বই জনের মাথা।
কেউ দিয়েছে স্বাধীনতা কেউ দিয়েছে দেশ,
সোনার বাংলা বুজি এখন হরিলুটে শেষ।