জীবন মানে হাজারো রং বেরং এর চাদরে
জড়ানো এক জলরাশীর খেলা।
জীবন মানে কখনো সুখ,কখনো দুঃখ,
কখনো বেদনা,কখনো বা আনন্দ মেলা।
কখনো মিলনের আনন্দ বিলাস,
কখনো বিরহের বেদনা বিলাপ।
ব্যস্ত জীবনে সময়ের অভাবে বিবেকের আয়নায়
আপন চেহারা দেখারও সময় নেই কারো।  
অধিকাংশ মানুষই চাওয়া আর পাওয়ার তীব্র    
প্রতিযোগীতায় লিপ্ত।
সদা সত্য কথা বলিবো,সত্য বৈ মিথ্যা বলিবো না।
পথে চলতে চলতে চোখে যা দেখলাম,
আর কানে যাহা কিছু শুনলাম ,
সেই সত্য বলতেই সমাজের চোখে হলাম চরম শত্রু।
কারো দোষ ত্রুটি বললেন,কিংবা চোরকে চোর বললেন,
অমনি তার শত্রু হবেন।
আপনাকেই ওরা সকল দোষে দোষী বানাবে।
অন্ধ-বোবার নাকি কোনো শত্রু নেই
তাহলে কি অন্ধ- বোবা হয়েই সমাজে বাঁচতে হবে?
আর মনোজগতে,
বিবেকের দাহনে আজীবন নিজেকেই নিজে পোড়াতে হবে?