স্বাধীনতার ইতিহাস টেনে দেখো,
আমরা কত অকৃতজ্ঞ জাতি।
কিছু কথা লিখে যেতে চাই আজ,
জানুক পুরো পৃথিবী বাসি।
বইয়ের পাতায় পড়েছিলাম মোরা,
মীর জাফরের জীবনের  ইতিহাস।
প্রমান মিলেছে তার ১৫ই আগস্টে দেখে,
বঙ্গবন্ধুর তাজা লাশ।
যে বীর লড়ে গেছে আমাদের মুখে ফোটাতে,
একটু সুখের হাঁসি।
কৃতজ্ঞতার খাতিরে আমরা দিয়েছি ঝুলিয়ে,
তার গলায় ফাঁসি।
সর্বদাই  ভেবেছিলেন যিনি,
সাত কোটি মানুষের কথা।
নিজের সব কিছু বিলিয়ে দিলেন,
আনতে স্বাধীনতা।
অন্যায়ের সাথে করেনি আপোষ,
মিলায়নি কভু  হাত।
চেয়েছিলেন দু'মুঠো ডাল ভাত সবাই,
সমান ভাবে পাক।
ভাবতেই আজো যেনো বুকের ভিতর,
বিঁধে বিষের শেল।
কি দোষ করেছিলো দুধের শিশু,
প্রিয় শেখ রাসেল।
যে সাহস পায়নি কভু,
বিজাতীয় শত্রুরা।
কেমন করে পারলো তা
স্বজাতিয় দোসরেরা।
যে বীর সারাজীবন লড়ে গেছেন
বাচাঁতে মাতৃভূমি।
তার তরে জানাই আজ আমরা
গভীর শ্রদ্ধাঞ্জলী।


:- ১৫ই অগাস্টে জাতীয় শোক দিবস উপলক্ষে লিখেছিলাম।