ব্যস্ত শহর ব্যস্ত মানুষ ব্যস্ত রাস্তা ঘাট,
ঈদ শপিংয়ে মেতেছে সবাই দিচ্ছে কুচকাওয়াজ।
একটুখানি তামশা দেখেই ফিরে এলাম বাড়ি,  
ভাবছি বসে আমিও একটু শপিং করে আসি।


ছেলে বলে আমি যাবো, মেয়ে বলে আমিও যাবো,
বউযে আমার এক পাঁয়েতে খাড়া।
আম্মা বলে লাগবে না, বাবাও বলে আছে অনেক !
বোনটা বলে আমার জন্য একটুখানি দাঁড়া।


ঈদ শপিংয়ে চলে এলাম,
সবাই মিলে নিয়ে গেলো বড় দোকান টায়,
রকমারি হরেক রকম,সব রকমের কিনতে মনে চায়।  
ছেলে বলে আমি আগে, মেয়ে বলে আমি আগে,
বোনটা বলে সবার আগে আমার কেনা চাই।


বুজিয়ে শেষে মেয়ের জন্য একটা জামা চাই,
২৫০০টাকা নিলে নিবেন,না নিলে আর নাই!
অনেক ঘুরে বললাম শেষে,
ছেলের জন্য প্যান্ট দেখানতো ভাই?
১৫০০এর নিচে কোনো প্যান্টের মূল্য নাই।


অনেক ভেবে বউয়ের জন্য শাড়ি কিনতে যাই,
৩হাজার শাড়ির মূল্য,
ভয়ে ভয়ে ৭০০টাকা দেবেন নাকি ভাই?
বোনকে বুজাই,দুইটা জামা কিনবো সামনের ঈদে,
আগের'টাই না হয় ধুয়ে নিও, ঈদ থাকবেনা বসে!
গত বছর কিনে দিলাম, এবার না হয় থাক,
সামনের বছর কিনবো আবার বাড়ি যাওয়া যাক!


বি:দ্র: _ ঈদ উপলক্ষে লিখেছিলাম।
উৎসর্গ : সকল মধ্যবিত্ত দেরকে।