আমি কবি নই,
কবি হতে আসিনি তোমাদের এ ধরায়।
অপশক্তির বিরুদ্ধে কলম ধরি,
দুর্নীতির বিরুদ্ধে কথা বলি,
আর,অক্ষির সমীপে যা কিছু দেখতে পাই,
তাই শুধু লিখি।
এ আমার অপরাধ।


আমি সরকার কিংবা বিরোধী দলীয়
ব্যাক্তি বিশেষ কারো ধার ধারিনা,
ন্যায়ের পক্ষে জানাই সাধুবাদ,
অন্যায়ে করি প্রতিবাদ।
সর্বোপরি আমি দেশের পক্ষে,
এ আমার অপরাধ।


তৈলাক্ত ছন্দ নেই আমার কবিতায়,
তাই বাহ্ বাহ্ব বলে কেউ দেয়'না হাত তালি।
আছে শুধু শোষনের বিরুদ্ধে বজ্রপাত।
তাই আমি আজ বিদ্রোহী।
আমি ৫২র কথা বলি,৭১র কথা বলি,
এ আমার অপরাধ।


আত্মম্ভরি আর চাটুকার বন্ধুকে দিয়ে বিসর্জন,
সত্যের পক্ষে প্রতিবাদী শত্রুর সাথে করি আলিঙ্গন।
দেশের শত্রু সমাজের রুই কাতল যারা,
তাদের বিরুদ্ধে ধরি কলম,খুলি তাদের মুখোশ।
আমি সাম্যের কথা বলি,সমতার কথা বলি,
এ আমার অপরাধ।


প্রয়োজনীয় শব্দার্থ :-
ধরায় : পৃথিবী, বিশ্ব, জগৎ।
অপশক্তি : মিথ্যে শক্তি,
বিরুদ্ধে : বিপক্ষে, প্রতিকূলে।
অক্ষি : আঁখি, নয়ন, চোখ।
সমীপে : সম্মুখে, সামনে।
সাধুবাদ : প্রসংশা করা, তারিফ করা৷
বজ্রপাত : সমুচিত জবাব,প্রত্যুত্তর, কঠিন প্রতিবাদ।  
আত্মম্ভরি : স্বার্থপর, আত্মপর,অহংকারী।
চাটুকার :  পা চাটা,তোসামুদে লোক।7
বিসর্জন : পরিবর্জন, পরিত্যাগ, ছেড়ে দেওয়া।
আলিঙ্গন : মোলাকাত, কোলাকুলি।
মুখোশ : অন্যায়ের সাথে সম্পৃক্ত গোপনীয়তা।
সমতা : সমান,সাদৃশ্য,সমভাব, সম বণ্টন।