সেদিন রেললাইলে দাঁড়িয়ে দেখেছিনু,
১০ কিংবা ১১বছরের দুটি ছোট্ট শিশু।
খেয়াল করে দেখেছিনু পরনের জামায়,
৪/৫টে ফুটো পায়ে নেই জুতো টুকু।


ফুটপাতের গলির মোড়ে ঘুরে ঘুরে,
বাসি খাবার নিয়ে করে কাড়াকাড়ি।
খিদের জ্বালায় কে আগে কুড়িয়ে নিবে,
তাই নিয়ে দু'জনেই করে দৌড়াদৌড়ি।


ঘন্টা খানেক পরেই দেখি  ক্লান্ত হয়ে,
ফিরে এলো আবার পুরনো জংশনে।
দুটো ইটের মধ্যে পলেথিন পেছিয়ে,
দুই পাশে শুয়েছে দু'জন দুদিকে ফিরিয়ে।


উঁচু দালানের হাজারো মানুষের ছোটাছুটি,
ওদের পানে চোখ তুলে তাকায় না কেউ।
তাদের স্বপ্ন নেই বিলাস বহুল দালান বাড়ি,
একটু স্বস্তিতে অন্ন বস্ত্রে বাঁচতে চায় তারাও।


আমরা থাকি দুধে ভাতে, গায়ে দামী কম্বল।
ক্ষুদার্ত থাকে ওরা শয়নের বালিশটুকুও নাই।
ওদের পানে একটু তাকালে কি এমন ক্ষতি,
ফুটপাতে থাকে যারা ওরাওতো আমাদের ভাই।