সুশীল সমাজের কাছে আমি সেই ঘৃণা
আর অবহেলার মহাপ্রাচীর,
অভিমান নিয়ে নিরবে ফিরে আসা
বিবেকের কাছে আমি নতশির।
আমি সব নির্ভাসন বুকে নিয়ে
নিজেকেই নিজে করি প্রত্যাখ্যান,
সব  উৎসব থেকে ফিরে এসে করি
এক মহাপ্রলয়ের অনুসন্ধান।
আমি তপ্ত শীশার মত পুড়ে পুড়ে
হয়েছি পাথরের জমাট শীলা,
ভিতরটা চৌচির ধু ধু মরুভূমি
এ যেনো আমার ভাগ্যের লীলা।