নেই কোনো অভিযোগ ওহে সাত্তার,
অতি নগন্য এই ইহকালে ।
দেবোনা বিচার কেনো পাঠাইলা,
এ ধরায় তুমি গরিবের হালে।
মুনকার নাকির আসিয়া জবে জিজ্ঞাসিবে,
প্রভু কে তোমার?
তব শক্তি দিও মোরে,
রাব্বি আল্লাহ বলে সেদিন দেবো চিৎকার।  


আমি সইবো আরও দুঃখ ব্যথা,
সইবো লোকের মন্দ কথা।
অন্ধকার কবরে করে দিও মোর,
প্রিয় নবিজীর সাথে দেখা।
নূরে জ্বলকানো জান্নাতের খুসবু,
চিটিয়ে দিও মোর কবরে।
মসনদে ডাকিয়া আমায় আমলনামা দিও,
ডান হাত উঁচু করে।


আমিতো গোলাম একমাত্রই তোমার,
ওহে আজীজুল জাব্বার ।
সুর্যটা মাথার উপরে আসবে যবে,
পিয়াইয়ো মোরে হাউজে কাউসার।
আমলনামা দেখিওনা তুমি দিওনা ভার,
নিক্তির ওজনে করিওনা  বিচার
গাফফার হয়ে পুলসিরাত আমায়,
নিজ হাতে করে দিও পার।