প্রিয় শিক্ষক বলতে বুঝিনি কিছুই,
যবে ছিলাম স্যারের ছাত্র।
স্নেহের এক বিষাদ সিন্ধু ছিলাম,
তা বুঝেছি সবে মাত্র।
এতো মায়া এতো স্নেহ আদর,
পারিনি কভু বুঝতে।
বিনয়ের সাথে কত বুঝিয়েছিলেন,
স্বীয় ভবিষ্যৎ গড়তে।
বারবার বুঝাতেও আমাদের কভু,
কুণ্ঠাবোধ করেনি বিন্দুমাত্র।
উচ্ছ স্বরে গলা ছেড়ে বলতে চাই,
আমি সেই প্রিয় আজাদ স্যারের ছাত্র।
গণিতে একটু পটু'ই ছিলাম,
ছিলাম ইংরেজিতে কাঁচা।
বারবার বুঝিয়ে দিয়ে বলতো,
এবার বুঝলি না-কি গাধা।
গতানুগতিক এক ছাত্র আমি,
স্যারকে বানাতাম বোকা।
ভালো করে না বুঝেও বলতাম,
স্যার,হয়েছে অনেক বুঝা।
আজো মনে পড়ে সেই প্রিয়,
আজাদ স্যারের ক্লাস।
একটা না একটা কজ থাকতো,
আমার বারোমাস।
আমার দেখা মতে তিনি ছিলেন
ইংরেজির এক মহা সিন্ধু,
আজো দেখা হয় মাঝে মাঝে
নিজেকে বদলান নি এক বিন্দু।
পাল্টে দিয়েছেন যিনি হাজারো ছাত্রের
আলোকিত জীবন বৈচিত্র।
এমন স্যারের ছাত্র হতে পেরেছি
এ যেনো আমার মহা সৌভাগ্য।
আমার মত অধম ছাত্রের আকাশে,
তিনি আজও জ্বলজ্বলে ধ্রুব তারা।
সম্মান শ্রদ্ধায় বেঁচে থাকুক,
এ জাতির নিবেদিত প্রাণ যারা।


(সংক্ষেপিত)