যদি আত্মবাদী এ জগৎ থেকে কভু,
সব অভিষঙ্গ কে মুছে দেওয়া যায়।
তব পুরো বিশ্ব প্রতিষ্ঠা পাবে ন্যায়াধীশ,
ভরবে পুনশ্চয় সম্প্রতি আর স্নেহ মায়ায়।
সব নিগ্রহ আর অমানিশা কাটিয়ে
সেদিন আকাশ দেবে নতুন আলো,
অপলকে গোলরন্ধ্রে দেখবে সবাই,
মানব জীবনের সব আঁধার কালো।
হয়তো সেদিন বেশি দূরে নয়:-
সব স্পর্শকাতরতা ভুলিয়ে দিয়ে,
পৃথিবী হয়তো আবার শান্ত হবে.....!!!!
জানি কোন্দল কলহের সেদিন হবে অবসান,
বাকরূদ্ধতা থেকে সবাই পাবে আসান।
রুপকথার মত হবে একটা সোনার দেশ,
অভিমানী সব সংশয় সেদিন হবে নিরুদ্দেশ।
স্বীয় হিসাব নিকাশ নিজেকে বুজিয়ে দিয়ে,
পৃথিবী হয়তো আবার শান্ত হবে.....!!!!
মুছে যাবে জীবনের সব আধাঁর কালো,
ঘোর কাটিয়ে সর্বাঙ্গে সেদিন আসবে আলো।
জীবনের কড়া নেড়ে বিবেকের দরজাও খুলবে সেদিন।
মরিচীকাময় সব স্বপ্নগুলো হবে রঙ্গিন।
সকল বিচ্ছেদ কলহ কে জানিয়ে বিদায়,
পৃথিবী হয়তো সেদিন শান্ত হবে.....