যে আমায় অধীনস্থের খাতিরে,
করেছে আমার সম্মান হানি।
আমি তাহার কর্ণে শুধাবো,
ন্যায় নীতি আর সমতার বানী।
জবানের আঘাতে যে করিলো,
চূর্ণ আমার মস্তক খানি।
আমি তীব্র ব্যাথার ধরুন,
তাহার হস্তে ঢালিবো শীতল পানি।
শিক্ষার নামে কু-শিক্ষায় আজ
যিনি হয়েছেন বলিয়ান।
ডজন ডজন সার্টিফিকেট পেয়েছে,
তবু শেখেনি মার্জিত আচরণ।
তাই হয়তো...
তার শিক্ষা তাকে শিখিয়েছে গালি,
আমি ছড়াবো চিরো সত্য ও সভ্যতার বানি।
প্রতিষ্ঠানে শুধু পড়িয়েছে বই,বুঝিয়েছে সিলেবাস,
দেখিয়েছে পড়াশোনা শেষে,
টাকার লোভে চাকর হওয়ার স্বপ্ন।
তাই,
সার্টিফিকেট বিক্রি করেছে টাকার কাছে,
শিক্ষিত হয়'নি মানুষ হওয়ার জন্য।
কাকেই বা কি দোষ দেবো বলো?
পচন তো ধরেছে এদেশের ঘাঁড়ে।
ছাগল গিলে ফেলে আস্ত হাঁতি,
চিতা ভাগ চিবিয়ে খায় আজ ষাঁড়ে।
শিক্ষা সিলেবাস নিয়ে বিভ্রান্ত জাতি,
যেনো বিবেক মরে গেছে সুশীলের।
কালসার বদলে গেছে আজ,
ক্যান্সার হয়ে গেছে সমাজের।
ডজন খানেক সার্টিফিকেট অর্জন করেও
নৈতিক জ্ঞান যাদের হয়নি আজো?
তাদের কেনো বড় বড় চেয়ারে বসিয়ে,
বস বস বলে আবার নমো নমো করো?
সুশিক্ষার বানী আজ কে পৌঁছাবে বলো?
যাদেরকে সুশীল ভাবি,
তারাইতো বড় দূর্ভাগা জাতি!
হে নবীন,হে তরুন,আমার সোনামণি বন্ধু রা..
শুধু বই আর সিলেবাস দিয়ে
কভু তোমরা মানুষ হবেনা।
বড়জোর একটা সার্টিফিকেট,
একটা চাকরি,এর চেয়ে বেশি কিছু না!
কু-শিক্ষায় শিক্ষিত হইওনা,
যে শিক্ষায় শিক্ষিত হয়েও হাজার মানুষের থুথু,
আর ধিক্কারের পাত্র হতে হয়।
কুশিক্ষার চেয়ে অশিক্ষাই ভালো।
এর চেয়ে তোমরা সু-শিক্ষিত হতে চেষ্টা করো।
মানুষের মত মানুষ হও।
তোমরা সৎ আর বিবেকবান হও।
যুগে যুগে আসা সুশিক্ষিতদের অনুসন্ধান করো,
তাদের ইতিহাস পড়ো।
জাতির বিবেক তালাশ করো।
তাদের সান্নিধ্যে উজাড় করে নিজেকে বিলিয়ে দাও।