মাঝে মাঝে ভয় লাগে,
দেখে কিছু মস্তিষ্কহীন মানুষের আচরণ।
অবৈধ উপায়ে সম্পদের পাহাড় গড়ে,
যারা আজ বিত্তবান।
ন্যায্য অধিকার পেতে গেলে চায় যারা
লাখ টাকা ডোনেশান।
অ,আ,থেকে শুরু করে দাও এদেরকে
আবার সুশিক্ষা দান।
অযথাই ফাইল আটকে রেখে,
ফুরাতে চায় তারা নিজেদের গাল,
রান্না করার মতো,নেই তার ঘরে হয়তোবা
এক মুঠো চাল।
অসহায় হয়ে ঘুরে ধারে ধারে
এক সময়ে ক্লান্ত প্রায়,
বাধ্য হয়েই সুদের টাকা
ঘুষখোরকে এনে দিতে চায়।
বৃটিশদের কুকার্যের ইতিহাসে
ঘৃণা করি তাদের আজো মনে প্রানে,
সত্তগাতদের কুকর্মের ইতিহাস
লিখবে নাকি কেউ কোনো জনমে।
আমি শঙ্কিত,ভেবে এমন জুলুমকারী
পীচাশদের কথা!
কবে হবে এরা জনগনের সেবক
বুজবে তাদের ব্যাথা।
বড় অফিসের পিয়ন,দারোয়ান,
বলবো কি আর তাদের কথা,
দেশটা মনে হয় তাদের বাবার কেনা
তারাই এদেশের মাথা।
একটা কাজে শতবার গিয়েও টাকা ছাড়া
যায়না ছোঁয়ানো কথা,
মায়না থেকে আজ খাজনা বেশি,
এই হলো আমাদের দশা ।