ব্রিগেড জেড ফোর্সের অধিনায়ক তুমি,
ছিলে এক এগারোর সেক্টর কমান্ডার।
পাকিস্তান সেনাপ্রধান জন জোয়ার্দকে হত্যা করে,
ঘোষণা দিয়েছিলে তুমি স্বাধীন বাংলার।
স্বদেশপ্রেমী জিয়া,তুমি আমাদের জিয়া,জিয়াউর রহমান।


লাল বিহারী'র স্বপ্নকে ধূলিসাৎ করে,বুকে একেঁছিলে,
এক স্বাধীন বাংলার ছবি।
তিস্তার পানি পাওয়ার ন্যায্য অধিকার নিয়ে,
তুমিই করেছিলে প্রথম দাবি।
বীর উত্তম জিয়া,তুমি আমাদের জিয়া,জিয়াউর রহমান।


৭৪এর দুর্ভিক্ষে শক্ত হাতে ধরেছিলে এদেশের হাল,
জাতি কেনো ভুলে যাবে তোমার সে অম্লান অবদান।
এদেশকে বাঁচাতে এ দেশের মানুষকে বাঁচাতে,
শোষণের বিরুদ্ধে দীপ্ত কন্ঠে সদায় হয়েছো বলীয়ান।
সেই তুমি জিয়া,তুমি আমাদের জিয়া,জিয়াউর রহমান।


স্বীয় পরিজনের মায়া ত্যাগ করে ছিলে যুদ্ধের ময়দানে,
জীবনকে বাজি রেখে যুদ্ধে লড়েছিলে এ দেশের তরে।
গরীবের বন্ধু হয়ে সদায় রয়েছিলে দুঃখী বাঙালির পাশে,
কোদাল হাতে খাল খনন করেছিলে তুমি শ্রমিকের সাথে।
নিরহঙ্কারী জিয়া,তুমি আমাদের জিয়া,জিয়াউর রহমান।