বুকের ভিতর পুষে রেখে চলছি
এক অসহ্য যন্ত্রণা,
প্রতিনিয়তই যেনো তা আমায়
কুড়ে কুড়ে খাচ্ছে।
আর তা ভাবতেই স্রোত হয়ে
মস্তিষ্কে রক্তের ঝড় উঠে,
বেদনায় মটমট করে ভেঙে যায়
বুকের সব-কটি হাঁড়৷
নিমিষেই নিভে যেতে চায়
নিঃশ্বাসের সব স্পন্দন,
বিস্বাদময় লাগে রঙিন এ পৃথিবীর
সব মায়াবী বন্ধন।
উজানের রঙিন স্বপ্নের ভেলা
আজ প্রায় ভাটির দিকে,
হাতছানি দিয়ে বারবার মৃত্যু
আমায় বুঝি পিছু ডাকে।
কোনো এক নিভৃত অমিত্রের ভয়ে
কন্ঠটাও আজ নিস্তব্ধ,
ঘোর অমানিশায় অস্তিত্ব টাও
আজ ক্ষীণ আর জর্জরিত।
ইচ্ছে করেই ক্ষনে ক্ষনে বুঝি
অস্তের পথে পা দিচ্ছি বাড়িয়ে,
সব মায়াবী বাঁধন ছিন্ন করে
নিরবে চলে যেতে চাই আজ পালিয়ে।