নীল আকাশে মেঘের ভেলায়
কলকাকলীর সুরের মেলায়
ভর করে আজ কল্পডানায়
চায় হারাতে দূর অজানায়
আমার উদাস মন ।


তপ্ত রোদে বাদল ছায়ায়
শীতল হাওয়া পরশ বুলায়
রাগ বসন্তে রূপের মায়ায়
স্নিগ্ধ সজীব বৃষ্টি ছোঁয়ায়
মনের গহীন বন ।


শিশির ভেজা ঘাসের ডগায়
মুক্তো - মনির আলোকছটায়
কৃষ্ণরাতে তারায় মালায়
মিটিমিটি জোনাক জালায়
অবাক দুই নয়ন ।


জোছনা মাখা রাতের বেলায়
সাগর তটের স্বর্ণধুলোয়
আবেশী এ মন যে ঘুমোয়
স্রোতস্বীনী মনের কোঁণে
জাগায় শিহরণ ।