ঘরে ফিরে ছোট্ট খোকন প্রশ্ন করে মাকে,
স্যার বললেন যুদ্ধের কথা,যুদ্ধ বলে কাকে?
মা বললেন,বুঝবে এসব হবে যখন বড়
বুঝতে হলে খেয়ে দেয়ে জলদি শুয়ে পড়ো।
রাতের বেলা বাবার কাছে বায়না ধরে খোকন,
বাবা ! বাবা ! বলতে পারো যুদ্ধটা কী এখন??
অবাক চোঁখে তাকিয়ে বাবা বলল খানিক হেসে
যুদ্ধ হল নরহত্যা,লড়াই দেশে দেশে
অমনিতে মা উঠল বলে, "বলছ এসব কেন !! "
ছোট্ট মানুষ শুনলে পরে নষ্ট হবে জেন
বলল বাবা : বলেছি তো কি হয়েছে তাতে
গায়ে পড়ে ছাই দিচ্ছ কেনো ভাড়া ভাতে
যুগ আধুনিক, শিখবে খোকন নতুন অনেক কিছু,
বলবো ওকে যুদ্ধটা কি নিচ্ছ কেনো পিছু???
চেঁচিয়ে মা বলল,"এসব বলবে না তো আর"
বলল বাবা : করবেটা কি বলব একশ'বার।
রেগে গিয়ে হাত গুটিয়ে বাবা গেলেন তেড়ে
কত্ত সাহস তর্ক করিস আজ ফেলব মেরে
মাও তখন কম বা কীসে বলল "খবরদার"
বলে দিলাম একটা পা ও এগোবেনা আর
হঠাত খোকন জোর চেঁচিয়ে বলল বাবা -মাকে
থামো দু'জন বুঝে গেছি যুদ্ধ বলে কাকে।।।