স্বাভাবিক একটা সকাল
পরবাসী জীবনযাত্রার গোড়াপত্তন।
অস্বাভাবিক স্বাভাবিকে রূপান্তর।
শ্রমঘন্টার বাঁধনে বাঁধানো আবেগ অনুভূতিহীন জীবন
ঝুলে থাকে দৃষ্টিসীমার সবটুকু জুড়ে।
ওদিকে নিজভূমে যাপিত বিপরীত জীবন
পড়ে থাকে কায়া হয়ে।
তুমুল শরতে ঝরে পড়া হলদে পাতা
আমন ধানের শুষ্ক খড়কুটো হয়ে চোখ ভেজায়।
আর কুয়াশা ভেজা হলদে পাতার গন্ধ আমায় তুলে নিয়ে
আছড়ে ফেলে দুরন্ত শৈশবের সেই খড়ের বিছানায়।