টর্চের নিষ্প্রভ আলো হাতে
মরা কাশবনে স্বপ্নহীন যুবক
গুপ্তধন হারানোর মতো করে
সদ্য পতিত তারা খুঁজে।


মেঘের আড়ালে লজ্জাবতী তারা
হেসে কুটিকুটি হয় আর বলে,
“দেখতো বোকার কান্ডটা!
এইভাবে কেউ কখনো স্বপ্ন খুঁজে?”


শূন্যে দৃষ্টি ছেড়ে পথহারা যুবক
অন্ধকারের সাতরঙ গায়ে মাখে,
আর তখনি কানে বেজে উঠে তার
মর্ত্যের স্বরে বিমূর্ত এক সুর,
“আমায় খুঁজো না। পাবে না।
পতিত তারারা ধরা দেয় না।”


পথহারা যুবক ঠিকই দেখছে তাকে
শরতের অপেক্ষায় প্রহর গুনা
মরা কাশবনের আড়ালে--
আড়ষ্ট নববধুর বেশে
মিটিমিটি হাসিতে সে
কথার মালা বুনছে।