আমি দেখেছি
পৃথিবীর নিজেকে সূর্যের অত্যন্ত কাছে নিয়ে যেতে
অতপর আগুনের ঝাপটায় তার সর্বাঙ্গ পুড়ে যেতে
দেখেছি ঝলসানো মাটি ও পাথরের অভিন্ন চেহারা।


আমি আরও দেখেছি
ধরনী ও সূর্যের মধ্যকার বীভৎস দ্বন্দ্ব
বিদ্রোহী প্রজার চরের উপর
ঘর বাঁধার প্রাণান্তকর প্রচেষ্টা আর
লেঠেলের বারবার স্বপ্ন পুড়ানোর মচ্ছব।


আমি দেখেছি
স্বপ্নদের পুড়ে ছাই হয়ে উড়ে যাওয়া
এবং নীড়ে ফেরার তাদের প্রবল আকুলতা।
দেখেছি শত বাঁধার দেয়াল ডিঙে
দিগন্তের সীমানা পেরিয়ে
অদম্য পিপাশায় আশার পুনর্জাগরণ।


আমি আরও দেখেছি
পুড়ে কুঁকড়ে যাওয়া বন্ধ্যা মাটি ও পাথরের
কঠিন বুক ফুড়ে জেগে উঠা কোমল দূর্বাঘাস।
দেখেছি অজেয় উন্নত শীরে মৃদু মিষ্টি বাতাসে
হেলে-দোলে আগুন পাখির উত্থানের বন্য নৃত্য।