আমি ভাঙা বাঁশের বাঁশি,
তুলি নানা বেসুরা সুর।
আমি পথ হারা পথিক,
চলি দিক হারা বহুদূর।


আমি এক কূল হারা মাঝি,
চলি উত্তাল উজানের দিকে।
আমি এক আনড়ি শিল্পী,
কত মলিন চিত্র মোর ক্যানভাসের বুকে।


আমি এক ভগ্ন হৃদয়ের অধিকারী,
শত আশা-নিরাশায় পতিত স্তুপ।
আমি আপনারেই খুঁজে পাই,
কেমন আলো-আঁধারে নিশ্চুপ।


৫ কার্তিক ১৪২৬
নারায়ণগঞ্জ