আমি কবি হতে চাই না,
পাঠক হতে চাই!
এই বাংলার পাঠক।
যেথায় মিলে পল্লী জসীম,
শান্তিতে শায়ান।
  
আমি পথের দিশারি হতে চাই না,
পথিক হতে চাই!
এই বাংলার পথিক।
যেথায় হাটে কবিগুরু,
বিরাজ করে স্মৃতির শিলায়।


আমি মালিক হতে চাই না,
মাঝি হতে চাই!
এই রূপসী বাংলার মাঝি।
যেথায় ভাসে জলাঙ্গীর ঢেউয়ে,
ধবধবে সাদা গাংচিল।


মোর বাসনা যেন পূর্ণ হয়,
এই রইলো প্রার্থনা।