আপনি যখন ভাবলেন এবার-
মারবো কিছু কুকুর,করবো শহর খালি।
ঠিক তখনি মোর বড্ড ইচ্ছে-
এবার কিছু বেওয়ারিশ কুকুর পালি।


চারদিকে শুধু আমি পশু দেখি-
আর দেখি কিছু নাবালক শিশু।
এর মাঝে কি করে আপনি,  
খুঁজবেন বেওয়ারিশ পশু?


আমি যদি না পালি ভাই,
শহর থেকে কুকুর হবে শূন্য।
শূন্য শহরে একলা ঘুরে-
কি করে, অধিপত্ত করবেন পুর্ণ?


তাই এবার নাহয় চিহ্নিত,
কিছু বেওয়ারিশ কুকুর পালি।
কিয়ামতের আগেই যেনো; এই প্রাণবিক-
পৃথিবীতে মনুষ্যত্ব না হয় খালি!