তুমি ভালোবাসতে চাইতে
শুভ্র শঙখ, তুমি ভালোবাসতে চাইতে,
পৃথিবীর অন্যসব সেরা প্রেমা-লগ্নাদের মতোই।


তুমি ভালোবেসেছো!
অবশেষে প্রকান্ড বটবৃক্ষের মতোই-
স্বীয় অন্ত্রে ধারণ করেছো, ভালোবাসা। কিন্তু-
জীবন, সংগ্রাম, মিছিল, মিটিং, জনসভা, নিন্মবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত,
শ্রেণিচিত্র, বৈষম্য, বিভেদ, মুক্তি, মামলা-মোকদ্দমা,
হত্যাযজ্ঞ, জন্মযজ্ঞ, অধিকার, উত্তরাধিকার, অর্জিত, উপার্জিত,
বিষয়-আশয়, সম্মুখ, পশ্চাত, অবস্থান, সক্ষমতা, অক্ষমতা, চিন্তা-চেতনা ও বিকাশ রেখে-
তুমি ভালোবাসতে দগ্ধ বিকেল, চৈত্রের কু-বাতাস-
সন্ধ্যার শেষ ফুল ও মিষ্টি ভোর ছেড়ে গোধূলির দীর্ঘশ্বাস।


বৃহস্পতিবার,
১৯ মাঘ ১৪২৯ | ০২ ফেব্রুয়ারি ২০২৩
নারায়ণগঞ্জ।