পৃথিবীর সব প্রেম ঝরে পড়ে আছে,
তোমার পায়ের কাছে।
সহসা সুবাস ছড়ানোর কথা তাদের-
ঝরা শিউলির সুবাসের মতোই।


এই প্রেম তো পাখির ঝরা পালকের মতো,
যে একবারই ঝরে পৃথিবীর পথে।
যে শালিকের পালক ঝরে গেছে বনে,
ঝরে গেছে পরিত্যক্ত ব্রীজের উপর,
কিংবা আগামীর শান্তিতে গড়া কোন নীড়ে।
সে শালিকেরও নতুন পালক গজায়!  
কিন্তু ঝরা পালকটি, শরীর বিহীন বাতাসে ভেসে চলে-
নেশায় বুঁদ মাতালের মতো।


আমার প্রেমটিও মাতাল পালকের ন্যায়-
তোমার জীবন্ত প্রেমে।
তুমি কি পাওনা প্রেমাতাল শিউলির সুবাস?
কিংবা সস্তা কোন চ্যালা মদের গন্ধ?


১৭ ফাল্গুন ১৪২৭// ০২ মার্চ ২০২১ // সোমবার
নারায়ণগঞ্জ