যদি আকাশের বিশাল আকণ্ঠ নীল হতে,
ঝড়ে পড়া বৃষ্টির মতো-
যে ভালোবাসার গভীর আবেগ জমে ছিলো বুকে।
তার থেকে একটি গোলাপ নিতে!


যদি ঢেউ ভরা উত্তাল জোয়ারের সমুদ্রজল হতে,
ভেসে আশা ঝিনুকের মতো-
যে ছোট ছোট অনুভূতি গুলো জমে ছিলো মনে।
তার থেকে কিছু কুড়িয়ে নিতে!


যদি আকাশের দিগন্ত জোড়া রঙধনু হতে,
রাঙানো গাঢ় আলতার মতো-
টুকটুকে লাল রঙে বাধাই করা হৃদয় কাননে।
একটি বার হাতে হাত রেখে হেটে যেতে!


যদি অবসর কূলবধুর মতো করে শীতল পাটিতে,
ছুঁতে দিতে তোমার এলোয়া চুল।
তবে খুব আদরে তোমার চুলের রেশমি ঘ্রাণে মেতে-
গেঁথে দিতাম এক মুঠো খোঁপা কিংবা প্যাঁচানো বেণী।


যদি ফাগুনে শতরঞ্জি বা কৃষ্ণচূড়ার ডাল হতে,
এক মুঠি ফুলের তোড়ার মতো-
করে নিয়ে আসি একরাশ নিষ্পাপ ভালোবাসা।
একটি বার তবে কী মেনে নিতে?


আমার এই ভালোবাসা এসেছে তোমার চোখের-
মায়াবী কাজল কিংবা,
টুকটুকে লাল ঠোঁট অথবা শাড়ীর আঁচলের
নিষ্পাপ অনুভূতির এক মুঠো রঙ হতে।


উৎসর্গ: এই কবিতার উৎসর্গ পত্রের একটা গল্প আছে, কিছু গল্প একান্তই নিজের থাকা ভালো।জীবনে উদ্দেশ্যহীনতার মতো অবহেলায় পতিত হয়েই নারায়ণগঞ্জ-মতলব-নারায়ণগঞ্জ রুটের  এম.ভি আফসার উদ্দিন লঞ্চের ছোট্ট শিশু "সজীব" তোকে উৎসর্গ করলাম।


১২ ই ফাল্গুন ১৪২৬
নারায়ণগঞ্জ


[কবিতাটি বাংলাদেশের জনপ্রিয় মিউজিক ব্যান্ড 'আভাস' এর একক এলবামের জন্য করা লিরিক হান্ট ক্যাম্পিং এ প্রায় তিন হাজারের বেশি লিরিকের মধ্যে টপ ১০০ নির্বাচিত হয়েছে]