স্বচ্ছ কাচের কারুকাজ করা দেয়ালের,
প্রতিটা তাকে মুক্তোর দানার মতো-
বাহারি সব হাত ঘড়ি প্রদর্শিত করা।


প্রতিটা ঘড়িই সচল,
খুব কাছে নিলে অনুভব করা যায়-
তাদের হৃৎস্পন্দন; টিক টিক টিক।
বয়স বেধে যেমন ভিন্নতা আছে,
তেমনি ভিন্নতা আছে, দামে ও রঙে।
প্রদর্শিত প্রতিটা ঘড়িতে ভিন্ন ভিন্ন সময়!
কোনটা ভোর ছয়টা তেরো,
কোনটা আবার মধ্যবয়স্ক তিনটা সাতচল্লিশ।
আবার কোনটা টগবগে তরুণ সকাল দশটা একান্ন।
দামে, রঙে ও সময়ে কোন কোন ঘড়ি-
শৌর্যেবীর্যে আছে বিশাল দাপটে।
আবার সময় হারিয়ে, শুধু হৃৎস্পন্দন টুকু নিয়ে-
অবহেলায় এক কোণে পড়ে আছে কয়েকটা।


সুসজ্জিত ঘড়ির দোকানটি দেখে-
আজ মনে হলো- গোটা পৃথিবী!
ভালো ও খারাপ সময় মিলেমিশে-
প্রতিটা ঘড়ি যেনো বয়ে চলে,
আলাদা আলাদা মানুষের পথচলা।


০৮ ভাদ্র ১৪২৮ / ২৩ আগস্ট ২০২১ / সোমবার
নারায়ণগঞ্জ