নিশাচর এক যাযাবর পোকা হয়ে-
পথের ধারে, মাঠের পথের মোরে একা একা,
একা একা মেঘের ফাঁকে ফাঁকে
হঠাৎ সূর্যের সাথে হয়ে যায় জানাশোনা।


যত আলো বটের ডাল, পাতা ছুঁয়ে-
ফিনিক তেড়ে এসে ঘুম ভাঙায় যে নিশাচরের,
সে কি কভু জানে 'আলোর প্রয়োজন'?


জানে না তো এমন- অনেকেই অনেক,
অনেকেই জানে কিছু কিছু, অনেকে জানে অনেক।
তবু রয়ে যায় দ্বিধা, সম্পর্কের ফাঁক-ফোকড়ে
তারতম্য এড়িয়ে কতজনই আসে একান্ত নিভিরে?


শুভ্র দেবীনীর সোনালি পাড় ধরে কতজন-
কতজনই বা তারে চিনিতে পারে?
কতজনই বা দেবীমন্দ ভুলে, সমূলে
সবটুকু ভালোবাসা দিতে পারে ঢেলে?
দেবী কি জানিলো কে করিলো প্রণয়,
কে বুঝিলো কেবল তারে?


দুজনের মাঝে যুদ্ধ এলে দেবী জেতাবেন কারে?
দেবী কি জানে, প্রণয় ও প্রেমের চাতালে বসে-
শুভ্র প্রশস্ত আঁচল ও হেমন্তের মেঘে যে তফাৎ খোঁজে,
হৃদয়ের আঁচে ভালোবাসা গলে সে তাহার কতটুকই বা বোঝে?


মঙ্গলবার,
২৮ আষাঢ় ১৪২৯ | ১২ জুলাই ২০২২
নারায়ণগঞ্জ