বাঁ পায়ের অর্ধেকটা ঝুলে গেছে তোমার,
মাটির সাথে ঘর্ষণে ক্ষয়ে গেছে নখ-
এক পায়ে দাঁড়িয়ে টালমাটাল এগিয়ে চলা
হায়,কি বিষাক্ত জীবন!


হয়তো দুরন্ত বালকের ফাঁদে পা জড়িয়ে ছিলে
কিংবা মুখোমুখি হয়েছিলে নিষ্ঠুর কারো !
ছাতার শিকে বাধা নাইলন সুতোর টানে কিংবা
সরু কঞ্চি দিয়ে মেরেছিলো বোধহয়?
মহাকালের কি অপরাধে-
সেদিন তোমার পা ভেঙেছিল?


হায়,শালিক; খোঁড়া শালিক!
তোমার সাথে আমার তফাৎ কি জানো?
আমি জীবনের মাঝে প্রাণ খুঁজি,
তুমি মানুষের মাঝে মানুষ!


২৯ পৌষ ১৪২৭ || ১৩ জানুয়ারি ২১ || বুধবার
সাবদি,বন্দর