আজ থেকে আমি স্বাধীন।
আমি স্বাধীনতা পেয়েছি তোমার বলয় থেকে,
ভালোবাসা থেকে;প্রেম থেকে।
যে অভিমানে লোকে আপন করে ধুম্রশলাকে
সে অভিমান গায়ে মাখার পাত্র আমি নই।


আমি তো সকল অভিমান ধুয়ে ফেলেছি সেদিন-
যেদিন রাঙা প্রভাতে,
কৃষ্ণচূড়ার মতো টকটকে লাল হয়ে তুমি এসেছিলে।
তুমি এসেছিলে অন্তর থেকে ধুয়ে দিতে-
মান-অভিমান,হিংসা ও বিদ্বেষ।
তুমি এসেছিলে শিখাতে আমায়-
কিভাবে ভালোবাসতে হয়,অন্তর থেকে অন্তরে।


এতোদিনে আমি শিখে গেছি।
তোমায় পাঠ করেছি রোজ-
গলা ছেড়ে ছোট্ট বালকের মতো।
আশ্বস্ত হয়েছি প্রতিনিয়ত; সরকারি পাঠ্য বইয়ের মতোই।


কিন্তু আজ তুমি আমায় ক্লাস টপকে দিলে,
এখন আর তুমি আমার না।
শত মায়ার পুরোনো পাঠয়বই যেমন ছেড়ে দিতে হয়,
ক্লাস টপকে গেলে পুরোনো ক্লাস যেমন নিষিদ্ধ হয়,
তেমনি আজ থেকে তুমি নিষিদ্ধ আমার জন্য।
তুমি অন্য কারো,অচেনা কারো।
আজ আমি মুক্ত তোমার ভালোবাসা থেকে।


০৫ পৌষ ১৪২৭ // ২০ ডিসেম্বর ২০ //রবিবার
নারায়নগঞ্জ