শত পদচিহ্ন পড়ে আছে-ধূসর পথের বাঁকে,
ঝরে পড়া কাঁঠাল পাতায়-
ছেঁয়ে গেছে ধূলিময় মেঠো পথ;
সাথে হারিয়েছে যত জৌশ-জৌলুশ।


হারিয়েছে প্রাণবন্ত জীবন,চঞ্চল চিত্তির যৌবন-
ডুবে গেছে শরতের জেগে ওঠা
পদ্মার চর;বিকেলের সেই কাশফুল
কোন এক ঝলমলে জ্যোৎস্না রাতে।


নেই শিমুলগাছে উল্টে ঝুলে থাকা বাদুড়
ঘুপটি মেরে বসে থাকা লক্ষ্মী পেঁচা।
এখনও কি কোথাও হটাৎ ডেকে ওঠে,
ভোরের দোয়েল অথবা ধান-শালিক ?


কালের পালাবদলে হারিয়েছে,কুঁড়েঘর-
ঢেঁকি ভানা ধান,নিখুঁত হাতের কাজ।
ডুবে গেছে গাঙচিলের সাথে,
মাঝিমাল্লার ভাটিয়ালি কিংবা জীবন্ত বৈঠা।


এতো পালাবদল জীবনের-মানুষের মানুষীর,
এতো সংগ্রাম,চেতনার বিকাশের!
তবু এই মনে যে সুখের স্বপ্ন-চিত্ত ভালোবাসা!
চির অম্লান,মিষ্টি মধুর রয় সেই মানবীর প্রতি।



১লা জ্যৈষ্ঠ ১৪২৭
নারায়নগঞ্জ