এই যে বর্ষা কাতর একলা দুপুর-
নিত্য মেঘের আড়াল থেকে বাজলো বাদল সুর।
বাতাস বেগে ছুটলো কবে,
রঙ বেরঙের আজলা পায়ের অশান্ত জলনূপূর।


চুল বেয়ে তার বর্ষা ঝরে,
কাঁধে এসে লুটিয়ে পড়ে।
কাজল চোখের মুখ ভিজিয়ে-
ঠোঁঁটের আগায় গড়িয়ে পড়ে।


মেঘের পরে নৃত্যে বুঝি গাঁয়ে গাঁয়ে তার সাড়া,
উথাল পাথাল মেঘের ঝাঁটায় আত্ম মাতোয়ারা।
হটাৎ যদি গর্জে ওঠে বিকট বাদল সুর-
চেঁচিয়ে তার গলা ফাটে দূর হতে বহুদূর।


তবু যদি মেঘ কমে যায়,
হটাৎ বাদল হারায়!
কাজল চোখের তারায় তারায়-
ভেজার মায়া বাড়ায়।


এ গাঁয়ে তে ও গাঁয়ে তে মেঘে ভিজে তারা,
মেঘ এলেই পাবে তাদের সকল বাঁধনছাড়া।



২০ আষাঢ় ১৪২৭ || ০৪ জুলাই ২০২০
নারায়নগঞ্জ