কি বাহ্ লাজে ভূবণ সাজে,
চিরায়ত রূপে নিদারুণ ভূমি-
পলকেই আলো,পলকেই কালো
সুবাসে তোমার চরণ চুমি।


কত যে মায়া বিমোহিত ছায়া,
তটিণীর তীরে আকুল স্রোতে-
হটাৎই ভাসাও,হটাৎই ডুবাও
একী চলন পরের হিতে!


এতো যে জমি,রঙিলা ভূমি
কত যে ফুল,কত যে ফল
কত যে নগর,সিন্ধু-সাগর
কাড়ে না মন হৃদয় অতল।


মায়ের এই ভূমি,সোনার খনি
হোক না কাদায়-জীবন বাধায়
চাষা-ভূষার চরণ খানি,
অমৃত যেন এ মোর জন্মভূমি।  


৩০ জৈষ্ঠ্য,১৪২৬
নারায়ণগঞ্জ