নীলচে আঁধারে জোনাকির আলো
পাখা ঝাপটানোর শব্দে।
আজ কাঁদো কাঁদো তবু
হাত বাড়িয়ে স্পর্শির আগমন।
পূর্ণিমা সন্ধ্যার পূর্ণতায়
ধানের ঢেউয়ে আগমনি রুপে ,
গহিন আরন্যের পানে
নিঝুম শব্দের নর্তকী।
কানাকুয়ার বিপদবানীর পরোয়া
হুতুমের পাখায় ঝাপ্টানি
চা মুখে শহরের বেঞ্চিতে,আমি
কোথায় পাবো।
এখানে হাতে ছন্দাপতন হয়।
নিঝুমতার আবেশের উর্দে।
তাই এখানে
চায়ের ধোয়াও ঘ্রানহীন।