চারদিকে এতো গুঞ্জন তোমাকে নিয়ে,
এতো অপবাদ তোমার জন্য।
পাবো না বলে যতবার ফিরে যাই,
তার চেয়েও বেশি ফিরে তাকাই।


এতো নির্ঘুম রাতে,স্বপ্নের আকাশে যত তারা-
মনের অন্তরালে যে ধবধবে মেঘেরা,
ছুঁয়ে যায় আনাড়ি ভালোবাসা;
স্বপ্ন ঘুমেই তুমি যদি পেতে ইশারা!


আমার জানা হয়ে গেছে,
আমার এই হাত শূন্য পড়ে রবে-
ছোঁয়া হবে না তোমার হাতের তালু।
শুধু একরাশ মায়া পড়ে রবে,
একদিন ঠিক কাঁদবে;দেখে অবলা প্রেমিকের লালসালু।


এতো মায়া দেখি যেনো-
তুমি অসীম রূপের মারতি।
তোমাকে ভুলে যাবো বলে,
আমরণ করিবো আরতি।



৩রা চৈত্র ১৪২৬
নারায়ণগঞ্জ