বুকের মধ্যমণিতে আঁচড় কেটেছে কেউ-
কি সুনিপুণ শৈল্পিক ক্ষত তার!
সুন্দর তার গঠন, আঁচড়ের পর আঁচড়ে
এক আকাশ ক্যানভাস সম তার বিস্তৃতি।


খুব অলক্ষে এমন ভরা ময়দানে-
শিল্পী এঁকেছে তার ছবি।
জটিল রঙের এলোমেলো বিন্যাসে-
খুব যত্নে, মায়াভরা চোখে- এঁকেছে কেবল
একান্তই তার ছবি।  


আমি বুক পেতে ঠায় দাঁড়িয়ে,
ভীষণ নিরব শিল্পীর দিকে চেয়ে-
আঁচড় নিয়েছি সয়ে, খুব উৎসাহে
আড়ালে আবডালে থাকা ভীষণ আবেগে।


তারপর, একদিন- শেষ দিন,
শেষ কথা; অবশেষে- শিল্পীর নিরব প্রস্থানে,
একা ক্যানভাস হয়ে, তবু দাঁড়িয়েছি-
ফের শিল্পী কিংবা তার কল্পনার আগমনে।  


তিনি পারতেন ছবিটি সঙ্গে নিতে
নেননি, খুব সচেতনে-
মূল্য হিসেবে ছবিটি দিয়েছেন,
পরম যত্নে বুকে রেখে দিতে।      


২৮ মাঘ ১৪২৮ / ১১ ফেব্রুয়ারি ২০২২ / শুক্রবার
নারায়ণগঞ্জ।