এই পৃথিবীর পথে হাজারো মানুষ
হাজারো বিলাসিতা,
হাজার স্বপ্ন, শত বেদনার আশা
হে দীপ্ত বিধাতা।


এত যে সভ্যতা লুভর,টাইবার
পিরামিড গোটা গোটা।    
যুগের আড়ালে ডুবে গেছে-
হাজার অশ্রু ফোটা।


কত প্রেমের বাহন মহান কৃতি
শাহজাহান-মমতাজ,
কার শ্রমের বিনিময়ে হলো রাজা
কে পড়ালো মাথায় তাজ?


নিজে ক্ষয়ে ক্ষয়ে আমৃত্যু লড়ে
কে দিলো শেষ রক্তবিন্দু?
কে গড়ি লো নগর-বন্দর, সভ্যতা
কে গড়িলো মহাসিন্ধু?

সে যে  শ্রমিক ভাই, মহামানব
যার মুঠি তলে এ ধরণী
মে দিবসে তাঁরই করি জয়গান
তাঁর চরণে কবিতা খানি।।


১৮ বৈশাখ ১৪২৬
নারায়ণগঞ্জ