তারপর এই হৃদয়ে ভালোবাসা আসে,
শরতের সাদা কাশফুলের কিংবা-
বিশাল আকাশের গায়ে জমে থাকা,
ধবধবে খন্ড মেঘের মতো।


এই আকাশে মাঝে মাঝেই ভাসে,
বৈশাখের কালো মেঘ।
ক্ষণে ক্ষণে এই আকাশ বৃষ্টি ঝড়ায়,
আবার তীব্র রোদে শুকিয়েও নেয়।


তাই এই হৃদয় ভালোবেসে,
আকশ হয়ে যায়;উড়ে যাওয়া-
পাখি গুলো গুনে রেখে মাধুরী মাখায়।
পড়ে রয় একাকি শূন্য গৌধূলি!



০২ বৈশাখ ১৪২৭
নারায়ণগঞ্জ